আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী দোয়া মাহফিল ও বই উৎসব-২০২৫
Published on Sunday, January 5, 2025
খিলগাঁও থানার সিপাহীবাগ বাজার সংলগ্ন সাহেরুনবাগে আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী দোয়া মাহফিল ও বই উৎসব-২০২৫ সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১১.৩০ মিনিটে স্কুলের হল রুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনী দোয়া ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের উদ্যোক্তা ও প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল মতিন সাহেব (সিনিয়র মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা)
আরোও উপস্থিত ছিলেন, মাওলানা শরিফ হাসানাত (স্কুল কো-অর্ডিনেটর), জনাব ইদ্রিস হোসেন (এডমিন ও একাউটন্স অফিসার), জনাব তৌসিফ মান্নান (এডমিন ও অডিট অফিসার), সামিনা আফরোজ (একাডেমিক কো-অর্ডিনেটর), হাফেজ শেখ ইব্রাহিম খলিল সাহেব (প্রধান হাফেজ বালক শাখা), হাফেজা সুমাইয়া সরকার (প্রধান হাফেজা বালিকা শাখা), তাসলিমা খাতুন, হাফেজ মাওলানা রায়হান কাইয়ূম, আইরিন সুলতানা ইভানা, শিরিন সরকার প্রমুখ শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস আব্দুল মতিন সাহেব (দা.বা.) বলেন, কোমলমতি শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন বড় হয়ে হালাল-হারাম, সুদ-ঘুষ এসব গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারে। সেই সাথে অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, হযরত লোকমান (আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সন্তানকে দেয়া নির্দেশ আল্লাহর সঙ্গে শরিক না করা এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করা এই উপদেশগুলো সম্পর্কে বাচ্চাদের যেন শেখানো হয় সে বিষয়ে তাগিদ দেন কারণ এই উপদেশগুলো মহান আল্লাহর কাছে ভীষণ পছন্দনীয়।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ ফজলুর রহমান বলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা একটি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানের পেছনে আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা রয়েছে।
তিনি আরও জানান, আমাদের মূল উদ্দেশ্য হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে নৈতিকতা, জ্ঞান এবং দক্ষতায় শিক্ষিত করে একটি আলোকিত সমাজ গঠন করা। সত্যিকারের জ্ঞান অর্জন শুধু বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, বরং তা আমাদের কর্ম, চিন্তা ও জীবনযাপনে প্রতিফলিত হওয়া উচিত।
স্কুলের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেকে সামনে রেখে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।