আলহামদুলিল্লাহ, তাসমিয়া ও ফাবিহা (পঞ্চম শ্রেণির শিক্ষার্থী) আজ তারা সম্পূর্ণ কুরআনের হাফেজা হয়েছে।
Published on Tuesday, February 4, 2025
তাসমিয়া বিনতে তৌহিদ ও ফাবিহা তাবাসসুম (পঞ্চম শ্রেণির শিক্ষার্থী) আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলে গত দুই মাসে, ছয় পারা সবক মুখস্থের মাধ্যমে হিফজ সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ, আজ তারা সম্পূর্ণ কুরআনের হাফেজা হয়েছে, এটি তাদের জীবনের এক বিশাল অর্জন। তাদের এই অর্জনের পেছনে শুরু থেকেই নিরলস পরিশ্রম করেছেন সুমাইয়া সরকার ও শিরিন সরকার দুই নিবেদিতপ্রাণ হিফজ শিক্ষিকা । তাসমিয়া ও ফাবিহার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আল্লাহতায়ালা তাদের জীবন কুরআনের নূরে আলোকিত করুন,আমিন।